ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা: আসন প্রতি ভর্তিচ্ছু ৫৮ জন

  11-06-2022 12:06PM


পিএনএস ডেস্ক: ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (১১ জুন) বেলা ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়।

চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা ছাড়া বিভাগীয় শহরেও একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিটে আবেদনবারীর সংখ্যা ৭৮ হাজার ২৯ জন। সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৩৩৬। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৫৮ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে।


পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন