‘ক্যাট-অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড’ পাচ্ছেন উপমা আহমেদ

  19-06-2022 05:09PM

পিএনএস ডেস্ক : কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ইংরেজি বিভাগের নির্বাহী প্রধান উপমা আহমেদকে ‘ক্যাট-ব্রান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড-২০২২-এ ভূষিত করা হচ্ছে।

আগামী ২০শে জুন সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবে দৈনিক বঙ্গজননী আয়োজিত ‘পদ্মাসেতু বাস্তবায়ন : বাপের বেটি শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হবে।

দুদক কমিশনার ও ক্যাটের চেয়ারম্যান ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি।

সভায় স্বাগত বক্তব্য রাখবেন দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক, প্রিমিয়ার নিউজ সিন্ডিকেট-এর উপদেষ্টা সম্পাদক ও ক্যাট-সভাপতি আলী নিয়ামত। এসময় আরো উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা সাবা।

দৈনিক বঙ্গজননীর সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুজ্জামান জিয়া আলোচনা সভাটি পরিচালনা করবেন।

উল্লেখ্য, উপমা আহমেদ বঙ্গজননীর অন্যতম নির্বাহী সদস্য, আন্তর্জাতিক ডায়না অ্যাওয়ার্ড-২০২১ ও শেখ হাসিনা ইয়ূথ ডেভেলভমেন্ট ইনস্টিটিউট থেকে জয় বাংলা অ্যাওয়ার্ড-২০২০ প্রাপ্ত ও ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ-এর নির্বাহী সম্পাদক।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন