ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ও বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ

  10-08-2022 05:40PM

পিএনএস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ও বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ।

দ্বিমাসিক এই পত্রিকাটি পয়লা জুলাই বিশেষ সংখ্যাটি প্রকাশ করে।

বিশেষ সংখ্যাটিতে আইনজীবী মিজানুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশ গুপ্ত, অধ্যাপক ড. শেখ আবদুস সালামসহ আরো অনেকে লিখেছেন।

বিশেষ সংখ্যা বিষয়ে পত্রিকাটির সম্পাদক আলী নিয়ামত তার লেখায় বলেন, বাংলাদেশের সৃষ্টি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম জড়িত। ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স একশো বছর হলো। আর এ বছরই ছিল বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, তারা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধিতে এবং দেশের সমৃদ্ধিতে যথাযথভাবে কাজ করবে।

ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক আলী নিয়ামত আরো বলেন, ১৯৮৬ সাল থেকে দেশ-বিদেশের ১৭ লাখ ঢাকা ইউনিভার্সিটি এলামনাই ( ১৯২১- ২০২২) এর মুখপত্র হিসেবে প্রকাশিত হয়ে আছে, বিভিন্ন দিবস ও সামাজিক-সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে। যা বিশ্বজুড়েই ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং সুনাম অর্জন করে আসছে। এলামনাই নিউজ এর বিশেষ উপদেষ্টা ও দুদকের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানের প্রস্তাবে আমরা ১০০০ ( এক হাজার) বিশিষ্ট এলামনাইর ছবি ও পরিচিতি তুলে ধরে গ্রন্থাকারে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যেই শত ঢাকা ইউনিভার্সিটি এলামনাইর ছবি ও পরিচিতি নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে, যা ব্যাপক সাড়া জাগিয়েছে দেশ, বিদেশে।

পিএনএন/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন