প্রফেসর ড. এম এ হান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

  01-11-2022 02:54PM



পিএনএস ডেস্ক: স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ'র প্রতিষ্ঠাতা প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর ড. আবদুল জলিল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ'র ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ-এর ডীন প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে স্মৃতিচারণ করেন ট্রাস্টিজ বোর্ডের সদস্য জনাব এস. এম. ইলিয়াস ও রুমানা হক রিতা, বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. জিয়াউল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যগণ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন