ইবিতে নবম মেধাতালিকা প্রকাশ, ৪০৮ আসন খালি

  21-01-2023 06:35PM

পিএনএস ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির নবম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

অষ্টম মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া শেষে এখনো ৪০৮টি আসন খালি রয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় আইসিটি সেল সূত্রে জানা যায়, অষ্টম মেধাতালিকার ভর্তি প্রক্রিয়ায় তিন ইউনিট মিলে ৭৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বর্তমানে ‘এ ’ ইউনিটে ৩০৫টি, ‘বি’ ইউনিটে ৬৮টি ও ‘সি’ ইউনিটে ৩৫টি আসন খালি রয়েছে। ফলে শুক্রবার (২০ জানুয়ারি) বিষয় বরাদ্দ দিয়ে নবম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একইসাথে ২২ জানুয়ারি অফিস চলাকালীন আগ্রহীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে মর্মে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন