অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  10-02-2023 05:28PM

পিএনএস ডেস্ক: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩।

শুক্রবার (১০ ফেরুয়ারী) ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে দিনভর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অতিথি ও শুভানুধ্যায়ীদের জন্য মিলনমেলায় পরিণত অনুষ্ঠানটি।

তামাক-মাদক- সন্ত্রাস- জঙ্গি- দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন জোট :ক্যাট -CATTT এর সহসভাপতি, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. এম নুরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল আব্দুর রহমান ( অব.), স্কুলের পরিচালক তুবা আরবাব, সিইও মোহাম্মদ আবু কায়েস জাহাদী, মোহাম্মদ হুমায়ুন কবীর, সরকারের উপ সচিব ( আইসিটি), সৈয়দ ইশতিয়াক রেজা, গ্লোবাল টিভি লি. এর সিইও, সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রিন্সিপাল পারভিন লায়লা।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্টএন্ড টেকনোলজি- USET এর উপদেষ্টা, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ এর সম্পাদক, দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক, ক্যাট এর সভাপতি আলী নিয়ামত।

প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষাকার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভবিষ্যতে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন।

বার্ষিক ক্রীড়া সমাপণী এই অনুষ্ঠান উপলক্ষে রংবেরং এর পতাকা, পোস্টার, ফেস্টুন, বেলুনে সুসজ্জিত হয়ে ক্রীড়াঙ্গণ হয়ে ওঠে সুদৃশ্যময়, নান্দনিক এবং আকর্ষনীয়, মনোরম। স্কুলের শিক্ষার্থীদের জাতীয় কবি কাজী নজরুল ইসলমের 'চল, চল, চল ' গান দিয়ে শুরু, মনোজ্ঞ কুচকাওয়াজ, ফিজিক্যাল ডিসপ্লে এবং নির্বাচিত বিভিন্ন ক্রীড়া উপস্থিত হাজার হাজার অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গকে মুগ্ধ করে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন