পিএনএস ডেস্ক : ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
শুক্রবার (১২ মে) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
অধ্যাপক সামাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা যথারীতিতে চলবে। ঘূর্ণিঝড়টি (মোখা) কক্সবাজার ও এর আশপাশ এলাকায় রোববার (১৩ মে) আঘাত হানার কথা রয়েছে। তাই, আমাদের পরীক্ষা যথারীতিতে অনুষ্ঠিত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা এবং প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানসহ আরও অনেকে।
এদিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ বিভাগীয় আটটি শহরে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে অংশগ্রহণ করেছে ১ লাখ ২৭ হাজার ৭৯ জন শিক্ষার্থী।
পিএনএস/শাওন
ঢাবির ভর্তি পরীক্ষা পেছাচ্ছে না
12-05-2023 06:52PM
