পিএনএস ডেস্ক : ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রোববার (১৪ মে) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে প্রবল ঘুর্ণিঝড় ‘মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রোববার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোখার প্রভাব বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
পিএনএস/এএ
ঘূর্ণিঝড় 'মোখা': জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
12-05-2023 11:53PM
