পিএনএস ডেস্ক : অনিবার্য কারণে আগামী ২৫ মে’র দাখিল পরীক্ষা স্থগিত করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (১৮ মে) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণে আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য দাখিলের উচ্চতর গণিত (তত্ত্বীয়) বিষয়ের (বিষয় কোড-১১৫) পরীক্ষা একযোগে দেশের সকল কেন্দ্রে স্থগিত করা হলো। এই পরীক্ষা আগামী ২৮ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ মে এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পিএনএস/শাওন
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২৫ তারিখের পরীক্ষা স্থগিত
18-05-2023 09:53PM
