ছুটি ছাড়া বিদেশে অবস্থান: ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন

  31-05-2023 09:52AM


পিএনএস ডেস্ক: ছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (আইবিএ) ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ক্ষণিকা গোপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ট্রাইব্যুনাল গঠন করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ মে) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেটের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ছুটি ছাড়া বিদেশে অবস্থান করা সংক্রান্ত বিষয় নিয়ে গঠিত আগের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য এ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

অপরদিকে দর্শন বিভাগের শিক্ষক রেবেকা সুলনাতার বিষয়ে প্ল্যাজারিজমের অভিযোগ তদন্তে প্রাথমিক একটি কমিটি গঠন করা হয়েছে।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন