এইচএসসি পরীক্ষা: প্রথম দিন অনুপস্থিত ৫৫২২ জন, বহিষ্কার ৪

  17-08-2023 10:57PM

পিএনএস ডেস্ক : এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র বিষয়ে আট শিক্ষা বোর্ডে ৫ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার হয়েছে চারজন।

এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের স্থাপিত কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার (১৭ আগস্ট) এ তথ্য জানা গেছে।

এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৩৬, রাজশাহীতে ৯৩১, বরিশালে ৩৮০, সিলেটে ৪০৭, দিনাজপুরে ৭৩৩, কুমিল্লায় ৬৫৫, ময়মনসিংহে ৩৫৬, যশোরে ৬২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

আর রাজশাহী ও বরিশালে একজন করে এবং দিনাজপুরে দুইজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দিন সার্বিক পরিস্থিতি সন্তোষজন ছিল। কোনো প্রকার সমস্যা বা জটিলতা পরিলক্ষিত হয়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম, কারিগরি এবং মাদ্রাসা পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্ট থেকে শুরুর করার সিদ্ধান্ত নেওয়া হয়। সারা দেশের এবার ১৪ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন