চবি উপাচার্যের বাসভবন ও পুলিশ ফাঁড়ি ভাঙচুর

  08-09-2023 01:51AM

পিএনএস ডেস্ক : রাতের শাটল ট্রেনের ছাদে চড়ে ক্যাম্পাসে ফেরার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৫ শিক্ষার্থী আহতের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক অবরুদ্ধ করে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ও স্থানীয় পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালিয়েছেন।

রাত সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের উপাচার্যের বাসভবনের সামনে আগুন জ্বালিয়ে অবস্থান করতে দেখা গেছে।

এর আগে, রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদে ক্যাম্পাসে ফেরার সময় চৌধুরীহাট এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাঝে-মধ্যেই শাটলের ভেতরে জায়গা না হওয়ায় শিক্ষার্থীরা ছাদে যাতায়াত করেন। কয়েক দিন আগে চৌধুরীহাট এলাকায় একটি গাছের ডাল রেল লাইনের ওপর নুয়ে পড়ে। এতে বৃহস্পতিবার বিকেলে এক শিক্ষার্থী আহত হন। রাতে অন্ধকার থাকায় ক্যাম্পাসগামী ট্রেনের ছাদে থাকা শিক্ষার্থীরা গাছের ডালের সঙ্গে সজোরে ধাক্কা খায়। আহতদের তাৎক্ষণিকভাবে ফতেয়াবাদ মেডিকেল ক্লিনিকে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম রেলস্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, ট্রেনের ছাদে কয়েকজন শিক্ষার্থী ছিল। তারা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেছে। ট্রেন চলে গেছে। আহতের সংখ্যা এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন