পিএনএস ডেস্ক: আমেরিকার ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপে নেই বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘আমেরিকার ভিসানীতি নিয়ে সরকার কোনো রকমের চাপে নেই, সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে।’
বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট শিক্ষা বোর্ড আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রেও ভিসানীতি কোনো প্রভাব ফেলবে না।
সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। আমাদের স্বাধীন নির্বাচন কমিশন আছে। নির্বাচন কমিশন সেই নির্বাচন করবে। আর সংবিধান অনুযায়ী সরকার সব ধরনের সহযোগিতা করবে।
এর আগে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে। সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’
পাঠ্য বই নিয়ে কাউকে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা দীর্ঘ গবেষণা ও সবার মতামত নিয়ে শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করেছি।
এই শিক্ষাক্রম শিক্ষার্থীদের মুখস্থবিদ্যা থেকে সরিয়ে বুঝতে এবং বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগ করতে শেখাবে। এ ব্যাপারে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কোনো কোনো মহল। কারো কথায় বিভ্রান্ত হবেন না।’
এর আগে বেলা ১১টায় নগরের রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
পিএনএস/এএ
ভিসা নীতি উচ্চশিক্ষায় কোনো প্রভাব ফেলবে না: শিক্ষামন্ত্রী
27-09-2023 07:23PM