পিএনএস ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. এস. এম. রফিকুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, গতকাল ড. রফিকুল আলম স্যার স্ট্রোক করেন। এরপর আজ তাকে চট্টগ্রাম শহরের ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওয়ানা হলে পথিমধ্যে তিনি ইন্তেকাল করেন।
তিনি আরও বলেন, রোববারও তিনি পরীক্ষার হলে রুটিন দায়িত্ব পালন করেছেন। হাসিখুশিভাবে সবার সঙ্গে কথা বলেছেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
অধ্যাপক ড. এস এম রফিকুল আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্তর্গত শিলকূপ গ্রামের মরহুম মকবুল আহমদ ও জান্নাত খাতুনের সন্তান। ১৯৯৭ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। মৃত্যুকালীন তিনি এক স্ত্রী ও চার ছেলে সন্তান রেখে যান।
পিএনএস/এসএস
চবি অধ্যাপক ড. রফিকুল আলম মারা গেছেন
02-10-2023 09:48PM