এক কলেজে পরীক্ষার্থী ৩ জন, ফেলও করেছে ৩!

  27-11-2023 10:18AM



পিএনএস ডেস্ক: এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেনী মহিলা কলেজের কোনো শিক্ষার্থী পাস করেননি। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনজন শিক্ষার্থী। রোববার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, ফেল করেছেন ওই তিন পরীক্ষার্থী।

জানা যায়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এতদিন ধরে কলেজটি থেকে শতভাগ পাস না করলেও ফলাফল ছিল সন্তোষজনক। তবে করোনাকালে প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ হয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এ বছর আবার নতুন করে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, করোনার সময়ে এ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। সে জটিলতার মধ্যেও এবার তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে। তবে এ শিক্ষাবর্ষে নতুন ব্যবস্থাপনায় ও একদম নতুন আঙ্গিনায় আবারো পুরোদমে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে।
কলেজে চলতি বর্ষে অধ্যয়ন করছে ৯৫ জন শিক্ষার্থী।

এদিকে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেনীতে ৬৪ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩২৭ জন।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন