পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতে ইসলামের কয়েকজন কর্মী শহীদ মিনার এলাকায় আন্দোলনের সমস্ত লেখা মুছে ইসলামিক দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকছিলেন। কাছাকাছি দূরত্বেই কিছু বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীও দেয়ালে লিখছিলেন। এ সময় তারা আন্দোলনের লেখা মুছার কারণ জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদেরকে ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে আটকে রাখেন বামপন্থী সংগঠনের নেতারা।
ফলে উভয়পক্ষের মধ্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
হেফাজতের কর্মীরা অভিযোগ করে বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে নিজেদের মতামত তুলে ধরার স্বাধীনতা পাবো এই জন্যেই। ঢাকা বিশ্ববিদ্যালয়তো কারও নিজের সম্পদ না। এখানে সবাই সবার মতামত তুলে ধরবে এটাই তো হওয়ার কথা। কিন্তু আমাদের সঙ্গে তারা যে আচরণ করেছে তা তো কোনো গণতান্ত্রিক চর্চার মধ্যে পড়ে না।
এ ব্যাপারে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান বলেন, কিছু লোকজন দেয়ালের আন্দোলনের সমস্ত লেখা মুছে তারা ইসলামিক আর্ট, ক্যালিওগ্রাফি আঁকছিল। পরবর্তীতে খোঁজ পেলাম ভাস্কর্য ভাঙার নেতৃত্বে এরা ছিল। তারা হেফাজতে ইসলাম ও হিযবুত তাহরীরের কর্মী বলে জানতে পেরেছি। আমরা তাদের টিএসসির সেন্ট্রাল অডিটোরিয়ামে আটকে রাখি।
এদিকে আন্দোলনের সমস্ত লেখা মুছে দিয়ে নতুন দেয়াল লিখনে নিজেদের আদর্শ প্রচারের কারণে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
পিএনএস/রাশেদুল আলম
আন্দোলনের লেখা মুছে ইসলামিক গ্রাফিতি আঁকার অভিযোগ: ঢাবিতে উত্তেজনা
08-08-2024 11:08PM