এবারও নির্দিষ্ট সময়ে বই বিতরণ হবে : প্রাথমিক উপদেষ্টা

  17-09-2024 05:49PM

পিএনএস ডেস্ক: এবারও নির্দিষ্ট সময়ে প্রাথমিকের বই বিতরণ সম্ভব হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বন্যা আক্রান্ত ১১টি জেলায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা। আমরা সেটা পুষিয়ে নেওয়ার জন্য ইতোমধ্যে বরাদ্দ দিয়েছি।

প্রাথমিকের শিক্ষা কার্যক্রম এক মাসের মধ্যে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন