চবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ড. এনায়েত উল্যা পাটওয়ারী

  24-09-2024 07:52PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। তিনি ২ বছর অথবা নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ না হওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছাকে নিজ দায়িত্বের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব থেকে অদ্য ২৪-০৯-২০২৪ তারিখ (পূর্বাহ্ণ) হতে অব্যাহতি প্রদানপূর্বক রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীকে নিম্নোক্ত শর্তে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রক এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, এ নিয়োগ যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছর অথবা নির্বাচনি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ না হওয়া পর্যন্ত, যাহা আগে হয়; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়ার ইনছিয়ন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টোরাল ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বরত আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান এর পূর্বে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক পরিচালক সহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি আইআইইউসির সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন।

এছাড়া ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী একাডেমিক প্রশাসনের উপর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে প্রশিক্ষণ লাভ করেন। তিনি গবেষণা প্রতিষ্ঠান সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করছেন। ড. পাটওয়ারী রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্বসহ বেশ কয়েকটি (বাংলা ও ইংরেজি) শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনার সাথে সংযুক্ত। তিনি রাজনীতি এবং সামাজিক বিভিন্ন বিষয়ে জাতীয় পত্রিকায় লেখালেখি করেন। বিদেশি ও দেশি বিভিন্ন জার্নালে তার অনেক প্রবন্ধ প্রকাশিত হয়।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন