লুনা শামসুদ্দোহা আর নেই

  17-02-2021 04:01PM


পিএনএস ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের অত্যন্ত পরিচিত মুখ লুনা শামসুদ্দোহা আর নেই। আজ বুধবার সিঙ্গাপুরে কোলন ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

লুনা শামসুদ্দোহা দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) প্রতিষ্ঠাতা ও সভাপতি, জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন।

ডিজিটাল বাংলাদেশের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি একেবারে প্রথম থেকে নিরলসভাবে কাজ করেছেন। সরকারের ই-জিপি সিস্টেমসহ আরও অন্যান্য প্রকল্পে তিনি যুক্ত ছিলেন।

দেশের অর্থনীতিতে অবদানের জন্য তিনি ২০১৭ সালে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং একজন নারী উদ্যোক্তা হিসাবে স্থানীয় সফটওয়্যার শিল্পে কাজের জন্য অনন্যা টপ টেন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন