টিকা নিলে যুক্তরাজ্য ভ্রমণে লাগবে না করোনা পরীক্ষা

  12-02-2022 02:56AM

পিএনএস ডেস্ক: টিকার দুই ডোজ নেওয়া থাকলে বিশ্বের যেকোনো দেশ থেকে যুক্তরাজ্যে যেতে এখন আর করোনার পরীক্ষা করাতে হবে না। স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

আগের নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যে আগতদের প্রায় ২০ পাউন্ড খরচ করে একটি পোস্ট-অ্যারাইভাল পরীক্ষা দিতে হতো। এখন থেকে সেটি আর লাগবে না। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে (https://www.gov.uk/government/news/uks-new-travel-rules-take-flight) এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে।

তবে টিকাবিহীন ভ্রমণকারীদের যুক্তরাজ্যে প্রবেশে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। পাশাপাশি একটি আগমন-পরবর্তী পিসিআর পরীক্ষা দিতে হবে।

এদিকে টিকা নেওয়া আছে এমন ভ্রমণকারীদের শুধুমাত্র একটি সাধারণ যাত্রী লোকেটার ফরম পূরণ করতে হবে। সেখানে তাদের টিকা নেওয়ার তারিখ, ভ্রমণের ইতিহাস এবং যোগাযোগের বিস্তারিত বিবরণ নিশ্চিত করতে হবে।

দেশটির ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে জনগণের সুরক্ষা বজায় রেখে স্বাভাবিকতার এক ধাপ কাছাকাছি এগিয়ে যাওয়া হলো। আমরা ব্যবসার জন্যে উন্মুক্ত হলাম।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন