টাওয়ার হ্যােমলেটসে ইতিহাস গড়লেন বাংলাদেশি লুৎফুর রহমান

  07-05-2022 11:28AM


পিএনএস ডেস্ক: লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বারা টাওয়ার হ্যা।মলেটসে মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান। তৃতীয়বারের মতো বিশাল ব্যবধানে জয়ী হয়ে ইতিহাস গড়লেন সিলেটে জন্ম নেওয়া লুৎফুর রহমান।

শুক্রবার (৬ মে) লন্ডনের সময় বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ৪০,৮০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন লুৎফুর। যা মোট প্রদত্ত ভোটের ৫৪ দশমিক ৯ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩,৪৮৭ ভোট।

দেশটির রাজধানী লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারা ২০টি ওয়ার্ড নিয়ে গঠিত। তিন লক্ষের উপরে বিভিন্ন জাতি, বর্ণের মানুষের বসবাস এ বারায়। দুই লক্ষ পাঁচ হাজার ভোটারের মধ্যে ৮৬ হাজার ৯ ভোট কাস্ট হয়েছে।

১৯৬৫ সালে সিলেটের ওসমানীনগরে জন্ম নেওয়া লুৎফুর রহমান ২০১০ ও ২০১৪ সালে দুবার সরাসরি ভোটে টাওয়ার হ্যাণমলেটস বারার মেয়র নির্বাচিত হন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন