দুবাই সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু

  10-06-2022 11:36AM



পিএনএস ডেস্ক :দুবাই যাওয়ার ছয় দিন পর সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসী মোঃ এরশাদ হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

নিহত এরশাদ কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়ার জামাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন নিহতের একমাত্র বোন পপি আক্তার।

স্থানীয়রা ও নিহতের বোন জানান, বিদেশ যাওয়ার আগে এরশাদ তার মা মিনুয়ারা বেগম ও বাবা জামাল হোসেনকে বলেন, তোমরা আমার জন্য আর চিন্তা করিও না। আমি দুবাইতে গিয়ে মাসে মাসে টাকা পাঠাবো আমাদের ঋণ শোধ করিয়ে নিও আমাদের আর অভাব থাকবে না।

এরশাদ হোসেন বুড়িচং ফজলুল রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি থেকে এইচএসসি পাস করার পর বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে ব্যর্থ হয়। সর্বশেষ পুলিশ কনস্টেবল পদে আবেদন করেছিলেন। সেখানেও ব্যর্থ হন। এরপর কিস্তিতে এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে দালালের মাধ্যমে গত ৩০ মে দুবাই যান এরশাদ।

দুবাই যাওয়ার ছয় দিনের মাথায় গত ৫ জুন বিকেলে শারজাহ এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন এরশাদ। গুরুতর অবস্থায় দুবাই আল কাসমিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন