দ. আফ্রিকায় শ্বাসরোধ করে বাংলাদেশিকে হত্যা, দোকান লুট

  22-09-2022 05:07PM

পিএনএস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাত দল। এরপর তার দোকানও লুট করা হয়।

নিহত মাসুদুর রহমানের (৫৫) বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়।

গত মঙ্গলবার মধ্যরাতে দেশটির ইস্টার্নকেপ প্রদেশের মাটাটিয়াল শহরের কাছে একটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, রাত ৩টার দিকে ওই গ্রামে প্রবাসী মাসুদুর রহমানের দোকানের টিনের চাল কেটে কয়েকজন ডাকাত ঢুকে পড়ে। এ সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

ডাকাত দল তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর দোকানে থাকা নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে চলে যায়।

সকালে ক্রেতারা দোকানে এসে মাসুদুর রহমানকে মৃত অবস্থায় দেখতে পায়।

সেখানে বাংলাদেশি কমিউনিটি থেকে খবর পেয়ে স্থানীয় পু্লিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।

সেখানকার বাংলাদেশি সংগঠকরা জানান, মাসুদুর রহমানের মরদেহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা চলছে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীদের হত্যা করে দোকান ডাকাতির এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন