কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন

  29-10-2022 08:06PM

পিএনএস ডেস্ক : মহা-সমারোহে রবীন্দ্রসদন মঞ্চে উদ্বোধন হলো চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের।

এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংসদ সদস্য সাইমুম সারওয়ার।

বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস তার ভাষণে করোনাকালের পর এই উৎসবের তাৎপর্য বর্ণনা করেন।

এর আগে বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেন স্বাগত ভাষণে উপস্থিত অতিথিদের আহ্বান জানান।

ড. হাছান মাহমুদ কলকাতার সঙ্গে ঢাকার, বাংলাদেশের সঙ্গে ভারতের আত্মিক যোগাযোগের কথা বলেন।

বাবুল সুপ্রিয় বলেন, ভারত-বাংলাদেশ মুদ্রার এপিঠ-ওপিঠ। দু’দেশের ভাষা এক, সংস্কৃতি এক। এই চলচ্চিত্র উৎসব দু’দেশের বন্ধনকে আরও নিবিড় করবে। সাইমুম সারওয়ার দু’দেশের বন্ধন আরও নিবিড় করার কথা বলেন।

জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও এপার বাংলার নক্ষত্র অনির্বান ভট্টাচার্যের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানকে আলোকিত করে। বেশ কিছু ছবি- প্রায় সাঁয়ত্রিশটি দেখানো হবে এই উৎসবে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন