পিএনএস ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ বেলাল বিন আশরাফ আযহারী ও শোয়াইব মোহাম্মদ আযহারী মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর ইলমুল কেরাত ওয়াত তাজবীদ ডিগ্রি অর্জন করলেন।
বরিশাল বাকেরগঞ্জ খেজুর পাশা গ্রামের ডা. সৈয়দ আশরাফ আলীর ছেলে সৈয়দ বেলাল আযহারী ও ঢাকার শ্যামপুরের মাওলানা মোহাম্মদ মুজিবুল হকের ছেলে শোয়াইব মোহাম্মদ আল-আযহারী এখন আযহার বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র।
বহুমুখী প্রতিভার অধিকারী সৈয়দ বেলাল বিন আশরাফ আযহারী ও শোয়াইব মোহাম্মদ আযহারী তরুণ শিক্ষার্থীদের জন্য হতে পারে অনুপ্রেরণা।
পিএনএস/আনোয়ার
মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যরকম অর্জন
07-01-2023 02:56PM
