মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি শ্রমিক আটক

  27-05-2023 01:01AM

পিএনএস ডেস্ক : বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা ডিবিকেএলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার ও ১০ জন পাকিস্তানের নাগরিক।

অভিযানে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ও পুলিশসহ বেশকয়েকটি সংস্থা অংশ নেয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবিকেএল।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন