করোনায় সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তীর মৃত্যু, শোবিজে শোকের মাতম

  18-07-2021 03:18AM

পিএনএস ডেস্ক: বয়সে তরুণ। ছিলেন প্রতিভাধর একজন। গান লিখতেন, সুর করতেন, সংগীত পরিচালক ছিলেন। গাইতেনও। তিনি বর্ণ চক্রবর্তী। আর লিখবেন না, গাইবেন না। চলে গেছেন পৃথিবীর মায়া কাটিয়ে।

মহামারি করোনাতে প্রাণ হারালেন বর্ণ চক্রবর্তী। শনিবার (১৭ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৩৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বেশ কয়েকজন সংগীতশিল্পী।

জানা গেছে, করোনা আক্রান্ত বর্ণ সাত দিন ধরে হাসপাতালটির লাইফ সাপোর্টে ছিলেন।

গণমাধ্যমে ফাহমিদা নবী জানান, লাইফ সাপোর্টে থাকলেও তার অক্সিজেন স্যাচুরেশন কম ছিল। পরে ইনজেকশন দিয়েও তা স্বাভাবিক করা যায়নি। এরপর শনিবার রাত ১০টা ৪১ মিনিটে তিনি মারা যান।

তরুণ এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সংগীতাঙ্গনে। গীতিকার, সুরকার, গায়ক থেকে শুরু করে সংগীত ভুবনের কেউই মেনে নিতে পারছেন না। মাত্র ৩৫ বছর বয়সে বর্ণের মৃত্যু।

ছোটবেলা থেকে গানের ভেতরেই বর্ণের বেড়ে ওঠা। ২০১২ সাল থেকে নির্মাণ করেছেন অসংখ্য মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র।

চলতি বছরের ৯ এপ্রিল মুক্তি পায় এই সংগীত পরিচালকের প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন