কণ্ঠযোদ্ধা ফকির আলমগীর লাইফ সাপোর্টে

  19-07-2021 12:50AM

পিএনএস ডেস্ক : গণসংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রবিবার রাত দশটার দিকে চিকিৎসকের পরামর্শে কিংবদন্তী এই শিল্পীকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর। এ সময় দেশবাসীর কাছে বাবা ফকির আলমগীরের সুস্থতা কামনায় দোয়া চান মাশুক।

তিনি বলেন, বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫–এ নেমে যায়। যার কারণে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে নেওয়ার পরামর্শ দেন। ভেন্টিলেশনে নেয়ার পর থেকে ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন ৯০–এ উন্নীত হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ইউনাইটেড হাসপাতালের মেডিকেল বোর্ড সোমবার সকাল ১১টায় জরুরি বৈঠক ডেকেছেন।

এর আগে ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর জানান, তার স্বামী করোনাভাইরাসের দুই ডোজ টিকাই নিয়েছেন। কিন্তু কয়েক দিন আগে তার উপসর্গ দেখা দেয়, পরে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। শুরুতে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেয়া হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন