আনকাট ছাড়পত্র পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

  16-09-2021 10:10AM


পিএনএস ডেস্ক : সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এ ছবিটি অক্টোবরের শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

সম্প্রতি সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়ে ‘রেহানা মরিয়ম নূর’। গতকাল বুধবার দেখার পর কোনো সংশোধনী ছাড়াই ছবিটি প্রদর্শনের উপযোগী বলে মত দিয়েছেন বোর্ডের প্রত্যেক সদস্য। সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক গণমাধ্যমকে জানান, বুধবার বিকেলে চলচ্চিত্রটি দেখেছেন বোর্ডের সদস্যরা। দেখার পর ছবিটি আনকাট পাস করেছেন তারা।

চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, ‘সেন্সর বোর্ড থেকে আমাকে ফোন করে কোনো কাটাছেঁড়া ছাড়াই ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আশা করছি, দু–এক দিনের মধ্যে ছাড়পত্র পেয়ে যাব।’

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। সেখানে ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল। গত ১২ সেপ্টেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়ে।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন