বাকবিতণ্ডা-দুঃখপ্রকাশ, ভালোবাসায় সিক্ত তৌসিফ

  01-12-2021 05:56PM

পিএনএস ডেস্ক: বাসের চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনা ও হাফপাসের দাবিতে শহরজুড়ে প্রতিবাদ করছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের মতো শিক্ষার্থীরা গাড়ি আটকে চেক করছে লাইসেন্স, কাগজপত্র। এতে অনেকের বৈধ কাগজপত্র না থাকায় বিপাকে পড়ছেন, আবার যাদের সব ঠিকঠাক, তাদের সুন্দরভাবে ছেড়ে দিচ্ছেন ছাত্ররা।

শিক্ষার্থীদের এমন চেকআপের মুখে পড়েছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের একটু সামনে তার গাড়ি আটকে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা তৌসিফ ও তার ড্রাইভারের কাছে গাড়ির লাইসেন্স দেখতে চান। একপর্যায়ে তৌসিফের সঙ্গেও বাগবিতণ্ডা শুরু হয়। শিক্ষার্থীদের সঙ্গে মেজাজ হারিয়ে রাগারাগিও করেন অভিনেতা।

তবে পরক্ষণেই পরিস্থিতি সামলে নেন তৌসিফ। নিজের লাইসেন্স বের করে দেখান। যদিও গাড়ির ড্রাইভার লাইসেন্স দেখাতে পারেননি। এজন্য অভিনেতা নিজে ক্ষমা চান এবং শিক্ষার্থীদেরও বুঝিয়ে বলেন। ঘটনার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে অভিনেতা লেখেন, ‘আমার একটা ভিডিও হয়তো অনেকেই দেখেছেন যে ছাত্রদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, ওরা আসলে লাইসেন্স দেখানোর পরেও আমার গাড়ির গ্লাসে হাতাহাতি করছিল! একপর্যায়ে মেজাজ হারিয়ে ওদের বকা দিতে বাধ্য হই, পরে আমি ওদের আমার আচরণের কারণে দুঃখিত বলেছি এবং সবার সঙ্গে ছবিও তুলেছি, যা এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা।’

তৌসিফ আরও লেখেন, ‘আবারও আমি আমার আচরণের জন্য দুঃখিত সবার কাছে! কেউ বিভ্রান্ত হবেন না, মনে করিয়ে দিই ছাত্রদের সঙ্গে ২০১৮ সালের আন্দোলনে আমিও রাস্তায় নেমেছিলাম; তবে বলব লাইসেন্স দেখানোর পরেও কাউকে যাতে হয়রানি করা না হয়!’

পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন