কেমন আছেন লতা?

  20-01-2022 11:04AM


পিএনএস ডেস্ক: লতা মঙ্গেশকার, একজন সুরের রানী ও কিংবদন্তী গায়িকা। বর্তমানে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র আনুশা শ্রীনিভসান আইয়ার।

গত ৯ জানুয়ারি করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে তার। এরপর সামান্য উপসর্গসহ দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় ৯২ বছর বয়সী গায়িকাকে।

লতা মঙ্গেশকারের মুখপাত্র আনুশা শ্রীনিভসান আইয়ারের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, “লতাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলে, তিনি বাড়ি ফিরবেন।”

সুরের রানী ও ভারতের নাইটিঙ্গেল হিসেবে পরিচিত লতা মঙ্গেশকার ১৯৪২ সাল মাত্র ১৩ বছর বয়সে তার ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন ভাষায় তিনি ৩০ হাজার গান গেয়েছেন।


পিএনএস/আনোয়ার





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন