ভোট নয়, জাহিদ হাসানের কাছে ভালোবাসা চাইলেন ফেরদৌস

  28-01-2022 01:15PM



পিএনএস ডেস্ক: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে লড়ছেন চিত্রনায়ক ফেরদৌস।

নির্বাচনে ভোট দিতে আসা জাহিদ হাসানের কাছে ভোট নয়, ভালোবাসা চেয়েছেন নায়ক ফেরদৌস।

তিনি জানান, ভোট নয়, জাহিদ ভাই আমাকে ভালোবাসা দিবেন। এটুকু ছোট ভাই হিসেবে আপনার কাছে আমার চাওয়া।

জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে জাহিদ হাসান এফডিসিতে ভোট প্রদান করতে আসেন। গেট দিয়ে প্রবেশের পরেই জাহিদ হাসানের গাড়ি দেখে চিনে ফেলেন ফেরদৌস। দৌড়ে গিয়ে সালাম দেন। এরপর জাহিদ হাসান গাড়ির গ্লাস খুলে হাসিমুখে ফেরদৌসের সালামের উত্তর দেন।

তখন ফেরদৌস বলেন, জাহিদ ভাই আমার ভালোবাসার মানুষ। জানি ভাইয়ের কাছে আমিও ভালোবাসার মানুষ। তাই ভোট নয়, আমার ভাইয়ের কাছে ভালোবাসা চাই। আপনাদের ভালোবাসা দিতেই নির্বাচনে জয়ী হয়ে আমরা পরিবর্তন চাই।

জাহিদ হাসানকে নায়ক ফেরদৌস বলেন, জাহিদ ভাইয়ের মতো মানুষদের আমরা সম্মান দিতে চাই। তাদের যথাযথ মর্যাদা দিতে চাই।

তখন ফেরদৌসকে জাহিদ হাসান বলেন, ছোট ভাই তোমাদের জন্য আমার ভালোবাসা কোনোদিন ফুরাবে না।

শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

গত দুই মেয়াদে নির্বাচিত মিশা-জায়েদ জুটির বিরুদ্ধে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে লড়ছেন কাঞ্চন-নিপুণ। এবার সমিতির ভোটার ৪২৮ জন। তবে ভোটাধিকার হারানো সমিতির ১৮৪ জন সদস্য এবার ভোট দিতে পারছেন না। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করা হলেও তা এখনো সুরাহা হয়নি।

পিএনএস/আনোয়ার



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন