পিএনএস ডেস্ক : সরকারি অনুদানে নির্মিত হৃদি হকের সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’-এর গানে কণ্ঠ দিলেন ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম।
‘যাওরে পঙ্খি উইড়া যাওরে, যাওরে তুমি যাওরে...’- এমন কথার গানটি লিখেছেন পরিচালক নিজেই। সুর সংগীত করেছেন কলকাতার দেবজ্যোতি মিশ্র।
গানে কণ্ঠ দেওয়ার পর মমতাজ বলেন, ‘কথা, সুর ও সংগীতায়োজন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে গানের কথা যেমন প্রাণ ছুঁয়েছে, তেমনি সুরও হৃদয়ে গেঁথে গেছে। আমার গাইতেও ভালোলেগেছে। আমি সব সময়ই বেছে বেছে সিনেমার গান গাই।’
এদিকে, আগামী ২১ ও ২৮ মে অস্ট্রেলিয়াতে স্টেজ শোতে অংশ নেবেন এই ফোকসম্রাজ্ঞী।
পিএনএস/এমবিবি
হৃদি হকের সিনেমায় গাইলেন মমতাজ
13-05-2022 11:32PM
