পিএনএস ডেস্ক : দুই জনপ্রিয় তারকাশিল্পী ফেরদৌস ও পূর্ণিমা। পেশাদার সম্পর্কের বাইরে তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু। অভিনয়ের বাইরে উপস্থাপনাও করেন এ দুই তারকা। সেটাও জুটি বেঁধেই।
সম্প্রতি ফেরদৌস ও পূর্ণিমা একসঙ্গে স্টেজ শোতে পারফরম করার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন। কাজের প্রস্তাব বেশ আগেই পেয়েছেন। কিন্তু রান্নাবিষয়ক একটি টেলিভিশন রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন পূর্ণিমা।
সেটার শুটিংয়ের জন্য চলতি বছরে শুরুর দিনগুলো ব্যস্ত ছিলেন তিনি। সেটিরও কাজ প্রায় শেষ। এবার শুরু করবেন স্টেজ শো।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এরই মধ্যে কয়েকটি স্টেজ শোতে আমার এবং পূর্ণিমার একসঙ্গে কাজ করার প্রস্তাবও এসেছিল। কিন্তু পূর্ণিমা রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত থাকায় আমাদের আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। তবে এখন আশা করা যাচ্ছে শিগ্গির আমরা একসঙ্গে কয়েকটি স্টেজ শোতে পারফরম করতে পারব।’
এদিকে ফেরদৌস শিগ্গির নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য কলকাতা যাচ্ছেন বলে জানিয়েছেন। সেখান থেকে দেশে ফিরে বাংলাদেশি কয়েকটি সিনেমার কাজও করবেন তিনি।
পিএনএস/শাওন
সুখবর দিলেন ফেরদৌস-পূর্ণিমা
29-01-2023 03:04AM
