পিএনএস ডেস্ক : মা হতে চলেছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। আগামী জুন মাসের শেষের দিকে তার কোলজুড়ে আসতে পারে প্রথম সন্তান।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সানা খান নিজেই।
এক সাক্ষাৎকারে সানা খান জানান, এটি আমার জন্য নতুন এক যাত্রা। বেশ ভালো লাগছে। আমি আমার সন্তানকে কোলে নেয়ার জন্য অপেক্ষায় আছি।
বছর তিনেক আগে খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শক মাতিয়েছেন সানা খান। আচমকাই এক মুফতিকে বিয়ে করে সংসারী হয়ে যান তিনি। শুধু তাই নয়, ইসলামের পথে জীবন চালাতে বলিউডকেও বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী।
এদিকে গত মাসেই স্বামীসহ ওমরাহ করে এসেছেন সানা খান। সৌদি আরব থেকেই তিনি জানিয়েছিলেন, বিশেষ কারণে ওমরাহ পালন করলেন তারা। আর সেই কারণটা দ্রুতই জানাবেন। খুব বেশি অপেক্ষা না করিয়ে, মা হতে যাওয়ার সুখবর জানালেন তিনি।
পিএনএস/এমবিবি
মা হতে চলেছেন সানা খান
17-03-2023 10:31PM
