মাহিয়া মাহির গ্রেফতার ইস্যুতে যা বললেন ফেরদৌস

  21-03-2023 12:02AM

পিএনএস ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা। আর কিছুদিন পরই সন্তানের জন্ম দেবেন তিনি। এমন অবস্থায় আইনি জটিলতায় পড়েন নায়িকা। সম্প্রতি তাকে গ্রেফতারের ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছিলো। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের অনেকেই এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন।

মাহিকে এভাবে গ্রেফতারের বিষয়টি চিত্রনায়ক ফেরদৌসের কাছে অমানবিক লেগেছে। তিনি একটি গণমাধ্যমকে বলেন, ‘একজন অন্তঃসত্ত্বা নারী ও তার অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ওই পুলিশ কর্মকর্তাদের এমন আচরণ মোটেও ঠিক হয়নি। তাদের অন্যভাবে করা উচিত ছিল।’

নায়কের প্রশ্ন, ‘মাহিকে এভাবে ধরল কেন, আবার কয়েক ঘণ্টা পর ছাড়লইবা কেন? তাকে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে সেই প্রক্রিয়াটা আরও সুন্দর হতে পারত।’

ফেরদৌস আরও বলেন, ‘আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। তবে বিচারকার্য স্বাভাবিক প্রক্রিয়ায় হতে হবে, মানবিক ব্যাপারও থাকতে হবে। মাহির শারীরিক অবস্থা বিবেচনা করে বিষয়টা আরও মানবিক হওয়া দরকার ছিল।’

প্রসঙ্গত, গত শুক্রবার (১৭ মার্চ) সকালে ফেসবুক লাইভে মাহি ও তার স্বামী পুলিশের বিরুদ্ধে ‘ঘুস নিয়ে প্রতিপক্ষকে জমি দখল দেওয়ার চেষ্টা’র অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সেদিন রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া। এই মামলায় প্রধান আসামি রকিব সরকার এবং দ্বিতীয় আসামি মাহিয়া মাহি।

অভিযোগের পরদিন (১৮ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে বিজি ৩৩৬ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাহি। বিমানবন্দর থেকেই গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। কয়েকঘণ্টার জন্য কারাভোগও করেন তিনি। একইদিন রাত পৌনে ৮টায় গাজীপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন নায়িকা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন