পিএনএস ডেস্ক : ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কাজ শুরু করেছেন ‘সাদা রঙের পৃথিবী’ সিনেমায়। এই ছবিতে প্রথমবার দ্বৈত ও খল চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। বুধবারই ভারতে বেনারসে পৌঁছেছে ছবির টিম। বৃহস্পতিবার থেকে ছবির শ্যুটিং শুরু হলো।
এ ছবির হাত ধরে টলিউডে ডেবিউ করলেন তৃণমূলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছবিতে বেশ কয়েকটি মুখ্য চরিত্রে দেখা যাবে অরিন্দম শীল, দেবলীনা কুমার, সৌরসেনী মৈত্র, ঋতব্রত মুখোপাধ্যায়সহ আরও অনেককে।
ছবির গল্প বেনারসে অবস্থিত এক বিধবাদের আশ্রমকে কেন্দ্র করে। সেই আশ্রম থেকে নারী পাচার হচ্ছে। সেই কাজেই যুক্ত শ্রাবন্তী অভিনীত চরিত্র ভবানী।
এই প্রথম কোনো নেগেটিভ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। পাশাপাশি এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি। ভবানীর পাশাপাশি শিবানীর চরিত্রেও দেখা যাবে তাকে। সেই চরিত্রের মূল উদ্দেশ্য এই দুষ্ট চক্রের বিনাশ।
পিএনএস/এএ
শ্রাবন্তী এবার খল চরিত্রে!
24-03-2023 02:14AM
