পিএনএস ডেস্ক: বলিউড তারকা সানি লিওন, প্রথমবার কানের লাল গালিচায় হাঁটতে যাচ্ছেন তিনি। তাই বেশ নার্ভাস তিনি।
লাল গালিচায় প্রথম হাঁটতে যাওয়ার অনুভূতি ব্যক্ত করেছেন সানি লিওন। তিনি বলেন, “আমার ভীষণ নার্ভাস লাগছে। ব্যাপারটা এমন নয় যে, আমি আগে রেড কার্পেটে হাঁটিনি বলে চাপ অনুভব করছি। সত্যি বলতে এটি আমার কাছে বেশ অর্থবহ।”
পিএনএস/আনোয়ার
কেন এত নার্ভাস সানি লিওন?
24-05-2023 09:32AM
