পিএনএস ডেস্ক : দেশের প্রথম সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’র অন্যতম অভিনেত্রী ও এফডিসির প্রথম নায়ক আমিনুল হকের সহধর্মিনী পিয়ারী বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বাদ এশা উত্তরার মসজিদে আল মাগ ফিরাহতে জানাজার নামাজ শেষে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এরআগে, দুপুর ২টার দিকে উত্তরার নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পিয়ারী বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সঙ্গে কিডনির জটিলতাও ছিল। গত ৪-৫ দিন আগে তার জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। এর আগে, গেল মাসে উত্তরার একটি হাসপাতালে ভর্তি ছিলেন পিয়ারী বেগম।
পিএনএস/শাওন
‘মুখ ও মুখোশ’র পিয়ারী বেগমের দাফন সম্পন্ন
31-05-2023 12:37AM
