পিএনএস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা বেশ কিছু ছবিতে আবেদনময়ী রূপে দেখা গেছে অভিনেত্রী মারিয়া মিমকে। সম্প্রতি প্রকাশ হওয়া সেসব ছবির কারণে ভক্তদের তোপের মুখেও পড়েছেন এই মডেল।
শুধু ছবিই নয়, আপত্তিকর ক্যাপশনেও আছে সেখানে। সেই ক্যাপশন ঝড় তুলেছে চায়ের কাপে। সৃষ্টি হয়েছে নানা ধরণের সমালোচনা।
কয়েকদিন আগে সংবাদপত্র হাতে, গায়ে কোনো পোশাক ছাড়াই এক ছবিতে দেখা যায় তাকে। যেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আজকাল কেউ সংবাদপত্র পড়ে না, সবাই শুধু দেখে।’
এরপর এই মডেলকে দেখা যায় বলিউড সিনেমা ‘গাঙ্গুবাই’র নায়িকা আলিয়া ভাটের মতো লুকে শুয়ে থাকতে। ঐ ছবির ক্যাপশনেও মিম লিখেছিলেন, ‘সবাই নষ্ট, কেউ গোপনে- কেউ ওপেনে’।
এরপর গত বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আবেদনময়ী রূপে আরো দুটি ছবি প্রকাশ করেন মিম। যেই ছবির ক্যাপশন ছিল আরো আপত্তিকর। মিম লিখেছেন, ‘সবাই ভাবে সুযোগ পাবে, সকাল বিকাল তোমায় খাবে।’
উল্লেখ্য, ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ মারিয়া মিম। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
পিএনএস/এএ
আবেদনময়ী ছবিতে মারিয়া মিমের ইঙ্গিতপূর্ণ ক্যাপশন
03-06-2023 02:37PM
