পিএনএস ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পরীমনিকে নিয়ে কথা বলেছেন।
শনিবার (৩ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুকে বর্তমান সময়ের অলোচিত ঘটনা রাজ ও তিন অভিনেত্রীর অশ্লীল ভিডিও ফাঁসের পেছনে পরীমণিকেই এককভাবে দায়ী করেছেন জয়। ৮ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে পরীমণি প্রসঙ্গে জয় বলেন, রুচির দুর্ভিক্ষের আরেক নাম পরীমণি।
এর কারণ হিসেবে জয় আরও বলেন, পরী একজন ভালো অভিনেত্রী হওয়ার পরও ব্যক্তি জীবনকে বিতর্কিত করছে, যা সমাজকে করছে কলুষিত। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের কাজ করা থেকে পরীর বিরত থাকা উচিত। আর না করলে পরীকে বয়কটের কথাও জানান জয়।
পাশাপাশি অশ্লীল ভিডিও ফাঁসের পেছনে যদি পরীর কোনো হাত না থাকে তবে পরীর কাছে ক্ষমা চাওয়ার কথাও জানান এ অভিনেতা।
এদিকে জয়ের এমন বক্তব্যে অবাক হয়েছেন নেটিজেনরা।
পিএনএস/এমএ
রুচির দুর্ভিক্ষের আরেক নাম পরীমণি : অভিনেতা জয়
04-06-2023 12:50PM
