পিএনএস ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা রাজ ও তিন অভিনেত্রীর অশ্লীল ভিডিও ফাঁসের পেছনে চিত্রনায়িকা পরীমণিকে এককভাবে দায়ী করেছেন বাংলাদেশের আরেক অভিনেতা ও উপস্থাপক জয়। এর পরই ফেসবুকে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন পরীমণি।
রোববার (৪ জুন) সকালে দেওয়া স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, 'আমার বাচ্চার নাম মুখে আনবি না আর কোনো দিন। আজকেও মাঝ রাত্তিরে তোর মাতলামি মেনে নিয়ে বাচ্চাকে দেখাতে নিয়ে গেছিলাম তোর কাছে! আগে সুস্থ মানুষ হ...।
এই জগতের লোকেদের অনেক কিছু দেখার বাকি আছে...। এছাড়া স্ট্যাটাসে এমন কিছু শব্দের ব্যবহার করা হয়েছে যা প্রতিবেদনে প্রকাশ যোগ্য নয়।
এ বছরের শুরুর দিন থেকেই বিচ্ছেদের সুর আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসারে। মাঝখানে কিছুটা মিটমাটের আভাস পাওয়া গেলেও নিভু নিভু পুরোনো আগুনে যেন আবারও ঘি ঢেলে দিলো গত সোমবার (২৯ মে) দিবাগত রাতে ফাঁস হওয়া কিছু ভিডিও ও স্থিরচিত্র। এরপর থেকেই রাজ-পরীর সংসারে ভাঙনের সুর স্পষ্ট।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা।
একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
পিএনএস/এমএ
'আগে সুস্থ মানুষ হ' রাজকে বললেন পরীমণি
04-06-2023 01:33PM