পিএনএস ডেস্ক: ছোটবেলায় দেশের নাম্বার ওয়ান খ্যাত শাকিব খানকে চিনতেন না বর্তমান সময়ের জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা। সম্প্রতি শাকিবকে ‘কলকাতার হিরো’ বলে ফেঁসে গেছেন তিনি। নেটপাড়ায় বেশ ট্রোলের শিকারও হয়েছেন এ শিশুশিল্পী।
লুবাবার সেই মন্তব্যের একটি ভিডিও এরই মধ্যে নেটপাড়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে লুবাবা বলেন, ‘ছোটবেলায় এক সাক্ষাৎকারে আমি বলেছিলাম, শাকিব খানকে আমি চিনি না। আসলে শাকিব খানকে আমি কলকাতার হিরো মনে করেছিলাম।’
কেন তিনি শাকিব খানকে কলকাতার হিরো মনে করেছিলেন? উত্তরে লুবাবা বলেন, ‘সে দেখতে এত সুন্দর যে আমি ভেবেছিলাম শাকিব মামা কলকাতার হিরো। কিন্তু যখন আমি বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমা দেখলাম তখন আমি তার ভক্ত হয়ে গেছি। জেনেছি যে, তিনি এ দেশের হিরো। যা জেনে খুশির সঙ্গে গর্বিতও লাগছে নিজেকে।’
ভাইরাল এ ভিডিওতে লুবাবার এমন কথা শুনে তো নেটিজেনরা ভীষণ ক্ষেপেছেন। শাকিব খানকে না চিনলে তাকে কলকাতার হিরো কীভাবে ভাবল এমন প্রশ্ন কমেন্ট বক্সে ছুঁড়ে দিয়েছেন নেটিজেনরা। কলকাতা কিংবা হলিউড, যেভাবেই ভাবা হোক তাকে চেনার তো কথা, এমনও মন্তব্য করেছেন কেউ কেউ।
এক নেটিজেন লেখেন, ভাইরাল হওয়ার ফন্দি। আরেক নেটিজেন এমন নেকামি দেখে লুবাবাকে পরীমণির সঙ্গে তুলনা করেছেন। এরপরই মুহূর্তেই নেতিবাচক কমেন্টে পেজ ভরে উঠে। শাকিবকে নিয়ে ‘বেঁফাস কথা’ বলায় শিশু শিল্পী ট্রোলের শিকার হলে ভাইরাল ভিডিওর প্রায় সব মন্তব্যই ডিলেট করে দেওয়া হয়।
পিএনএস/এএ
শাকিবকে ‘কলকাতার হিরো’ বলে কটাক্ষের মুখে লুবাবা!
12-09-2023 01:06PM
