পিএনএস ডেস্ক: চলতি বছরের ৪ আগস্ট কামরুজ্জামান রোমানের ‘লিপস্টিক’ ছবির শুটিং শুরু করেছিলেন পূজা চেরি। ছবিতে তার জুটি হয়েছিলেন আদর আজাদ।
পরিচালক চেয়েছিলেন একটানা ছবিটির শুটিং শেষ করবেন। কিন্তু ছয় দিন পর বৃষ্টির কারণে শুটিং বন্ধ করতে বাধ্য হন। এরপর ২০ আগস্ট থেকে নতুন লটের শুটিং করার কথা থাকলেও পরিচালকের ডেঙ্গু হওয়ায় সেই পরিকল্পনাও পূর্ণতা পায়নি। ২৫ আগস্ট থেকে আদর আজাদ আবার নতুন এক ছবির শুটিং শুরু করেন। তখন দুশ্চিন্তায় পড়েছিলেন পূজা। কবে শুরু হবে ‘লিপস্টিক’-এর বাকি অংশের শুটিং?
শেষ পর্যন্ত দুশ্চিন্তা ঘুচল। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বাকি অংশের শুটিং। এখন টানা শুটিং চলবে বলে জানান পূজা চেরি। বলেন, ‘সব বাধা কেটে গেছে। এবার দ্রুত ছবিটি শেষ করতে চাই।’
পিএনএস/এসএস
ছন্দে ফিরলেন পূজা চেরি
18-09-2023 07:07PM
