পিএনএস ডেস্ক : দেশের টিভি নাটকের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি নাটকে অভিনয়ের জন্য কাছাকাছি সময়ে তিনটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। বেশ কিছুদিন ধরে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না তাকে। গোপনে সিনেমায় অভিনয়ের গুঞ্জনও রয়েছে। যদিও বিষয়টি মেহজাবিন একেবারে অস্বীকারও করেননি।
তিনি বলেছেন, ‘এটা ঠিক, আপাতত নতুন কোনো কাজ করছি না। তবে সিনেমাতে অভিনয় করছি কিনা এ নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। যদি সিনেমায় কাজ করি তাহলে সময় হলেই সবাই জানতে পারবেন।’
এক সময় টেলিভিশন পর্দা কাঁপানো এই অভিনেত্রীকে এখন বেশি দেখা যায় বিভিন্ন ওয়েব কনটেন্টে। তবে সেখানেও কাজ করছেন বেছে বেছে। এ বছর সর্বসাকুল্যে মাত্র দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। একটি ‘পূণর্জন্ম’, আরেকটি ‘আমি কী তুমি’।
ভিকি জাহেদ পরিচালিত দুটি নাটক সফল এবং নেটমাধ্যমে বেশ আলোচিত। তবে এখন আর আগের মতো কেন কাজ করছে না জানতে চাইলে তিনি বলেন, ‘একই ধরনের চরিত্র করতে ভালো লাগে না। দর্শক যেমন নতুন কিছু দেখতে চায়, আমিও তেমন নতুন কিছু করতে চাই। ’
এ বছরের দুটো কাজ করেছি। দুটোই থ্রিলার ঘরানার নাটক হলেও গল্প ও চরিত্র- দুই ক্ষেত্রেই বৈচিত্র্য রয়েছে। এরপর আর নতুন কাজ এখনও শুরু করিনি। বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। তাই নতুন নতুন স্ক্রিপ্ট দেখছি।
পিএনএস/শাওন
বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে : মেহজাবিন
23-09-2023 01:50AM
