বিয়ে হয়ে গেল পরিণীতি-রাঘবের

  25-09-2023 01:49AM

পিএনএস ডেস্ক : অবশেষে রাজনীতিবীদ রাঘব চাড্ডার সাথে হয়ে গেল বলিউডের পরিণীতি চোপড়ার বিয়ে। রবিবার রাজস্থানের উদয়পুরে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়লেন রাঘব ও পরিণীতি!

এদিন উদয়পুরের লীলা প্যালেসে বসে তাদের বিয়ের আসর। বলিউড ও রাজনৈতিক জগতের বহু খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই বিয়েতে, এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রা, সানিয়া মির্জা সহ একাধিক ভিভিআইপিরা উপস্থিত ছিলেন এই বিয়েতে।

২২ সেপ্টেম্বর থেকেই লীলা প্যালেসে শুরু হয়ে এই বিয়ের অনুষ্ঠান। একে-একে অতিথিরাও আসতে শুরু করে দিয়েছিলেন। হলদি, মেহেন্দি ও সংগীতের পর রবিবার ছিল গ্র্যান্ড ওয়েডিং ডে। অবশেষে সাতপাকে ঘুরলেন রাঘব ও পরিণীতি।

সদ্য বিবাহিত দম্পতির বিয়েতে আইভরি-থিম ছিল এবং অতিথিরাও এই রঙের পোশাকে সেজেছিলেন।

জানা গেছে, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির গানে পরিণীতির বিদায় হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া বা নিক না আসলেও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা মধু চোপড়া। বিয়ের পর সন্ধ্যায় শুরু হয়েছে জমকালো রিসেপশন। থিমের নাম ‘আ নাইট অফ আমোর’।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন