পিএনএস ডেস্ক : ‘কেজিএফ’ নামটি শুনলেই চলচ্চিত্র প্রেমীদের মাঝে এক বাড়তি উন্মাদনা কাজ করে। ছবিটির প্রথম ও দ্বিতীয় কিস্তির পর দর্শকরা বেশ আগ্রহে আছেন ‘কেজিএফ থ্রি’ নিয়ে। কবে আসবে এই চলচ্চিত্র তা নিয়ে নানা সময় নানা কথা শোনা গিয়েছে। যার ফলে তৈরী হয় নানা সংশয়। অবশেষে সেই সংশয় দূর করলেন নির্মাতা প্রশান্ত নীল। এই নির্মাতা জানিয়েছেন ‘কেজিএফ থ্রি’র স্ক্রিপ্ট প্রস্তুত হয়ে গেছে।
ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত নীল বলেছেন, আমি পরিচালনা করব কিনা জানি না, তবে যশ সবসময়েই থাকবেন। গুরুত্ব দিয়েই বলি এবার, কেজিএফ থ্রি হবে। তবে আমরা এই ব্যাপারে কোনও ঘোষণা দিচ্ছি না এখনই।
এই নির্মাতা আরও জানান, সিনেমার স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে ইতোমধ্যেই। ‘কেজিএফ টু’ শেষ হয়েছিল ভারতীয় নৌবাহিনীর রকির স্বর্ণে ভরা জাহাজে বোমা ছুড়ে মারা দিয়ে। তৃতীয় কিস্তিতে দেখা যাবে এর পরের ঘটনা।
পিএনএস/শাওন
প্রস্তুত ‘কেজিএফ থ্রি’র স্ক্রিপ্ট , থাকছেন যশও
08-12-2023 02:02AM