জনসম্মুখে কান্নার কারণ জানালেন ববি দেওল

  09-12-2023 12:31AM

পিএনএস ডেস্ক : ‘অ্যানিমেল’ করে তুমুল প্রশংসা পাচ্ছেন ববি দেওল। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিটিতে যদিও ববি দেওলের অংশ মাত্র ১৫ মিনিটের! তাতেই তিনি নজর কেড়েছেন সবার। এমন রেসপন্স পেয়ে অভিনেতাকে জনসম্মুখে কেঁদে ফেলতেও দেখা গেছে! এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন তিনি।

সিনেমা মুক্তির পর দর্শকদের থেকে প্রশংসা পেয়ে পাপারাৎজিদের সামনেই কেঁদে ফেলেন ববি। তার কান্নার সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি জানি না এটা কী করে আত্মস্থ করতে হয়। একজন অভিনেতা হিসেবে আপনি সবসময় এই স্বীকৃতির জন্য অপেক্ষা করে থাকেন, সেটা পূরণ হওয়াটা একটা স্বপ্নের মতো। ঈশ্বর আমার উপর সদয় আছেন।’

ববি এই প্রসঙ্গে আরও বলেন, ‘ধরুন আপনি এমন একটা সুযোগের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছেন, বহুদিন। আর সেই সুযোগ পাওয়ার জন্য আপনি যথেষ্ট পরিশ্রমও করেছেন। কিন্তু সুযোগ আসেনি। আমার জায়গায় অন্য কেউ থাকলে নিশ্চয় ভেঙে পড়ত। কিন্তু আমি আমার কাজকে, ইন্ডাস্ট্রিকে ভালোবাসি। তাই যখন সুযোগটা এল, স্বীকৃতিটা পেলাম তখন কান্নায় ভেঙে পড়েছি।’

এমন একটি ছবিতে কীভাবে ববি পেলেন কাজের সুযোগ? সেই স্মৃতি হাতড়ে অভিনেতা বলেন, ‘আমি তখন বাড়িতেই ছিলাম, সেই সময় সন্দীপের থেকে একটা মেসেজ পাই। আমি শিওর ছিলাম না যে এটা ওই। আমি আমার ম্যানেজারকে বলি চেক করতে। তারপর ওকে কল করি, ও দেখা করতে চায়। সন্দীপ তখন এসে আমায় আমার কলেজের একটি ছবি দেখায় যখন আমি কলেজ লিগে খেলতাম। সেই সময়ের একটা ছবিই আমায় এই কাজটা দিল। আমার মাত্র ১৫ দিনের শুট ছিল।’

অ্যানিম্যাল ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রণবীর কাপুর, অনিল কাপুর, রাশমিকা মান্দানা এবং তৃপ্তি দিমরিকে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন