পিএনএস ডেস্ক: আত্মহত্যা করেছেন পর্নোতারকা কাগনি লিন কারটার। মাত্র ৩৬ বছর বয়সে তিনি নিজেকে শেষ করে দিলেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওহাইওতে চুয়াহোগা কাউন্টিতে নিজ বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় মেডিকেল এক্সামিনারের অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা একে আত্মহত্যা বলে নিশ্চিত করে। এ খবর দিয়েছে একটি বৃটিশ ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। তার আত্মহত্যার পর কেটের মা টিনার পক্ষে তহবিল সংগ্রহে উদ্যোগ নিয়েছেন ফিটনেস স্টুডিওর মালিক র্যাবচেল এবং মেগান। তার পারিবারিক বন্ধুরা মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বলেছে, তিনি ছিলেন অনেক পুরস্কার বিজয়ী।
তার বন্ধুরা বলেছেন, কারটার মানসিক সমস্যায় ভুগছিলেন। সবচেয়ে খারাপ সময়েও তাকে দেখা গেছে স্টুডিওতে। তিনি সব সময় শিখতে, অবদান রাখতে ছিলেন প্রস্তুত।
নিজের সমস্যা নিয়ে নিজেই সব সময় লড়াই করতেন। পর্নো জগতে প্রবেশের আগে তিনি মিসৌরিতে প্রাপ্তবয়স্কদের একজন নর্তকী ছিলেন। ক্যালিফোর্নিয়াতে অভিনয় ও সঙ্গীতের ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছেন। ২০০৮ সালের সেপ্টেম্বরে প্রবেশ করেন পর্নো জগতে।
পিএনএস/আনোয়ার
আত্মহত্যা করেছেন পর্নোতারকা লিন কারটার
22-02-2024 02:29PM
