পিএনএস ডেস্ক: একসময় রেসলিংয়ের মঞ্চ কাঁপানো রেসলার জন সিনা। রেসলিংয়ের মঞ্চ থেকে হলিউডেও নিজের শক্তির ছাপ রাখছেন তিনি। বেশ কিছু জনপ্রিয় হলিউড চলচ্চিত্রে কাজ করেছেন জন সিনা, যা ব্যবসাসফলও হয়েছে। তার আসন্ন চলচ্চিত্রের জন্যও করছেন কঠোর পরিশ্রম।
নিয়মিত যাচ্ছেন জিমে, বানাচ্ছেন শক্ত শরীর। এবার জিম থেকেই জন সিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। বিশেষ করে শাহরুখ ভক্তদের!
জিমে শরীরচর্চা করতে করতে নব্বইয়ের দশকে শাহরুখের জনপ্রিয় ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার ‘ভোলি সি সুরত’ গানটি গাইতে শোনা গেল জনকে। উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই হিন্দি গানটি আজও সমান জনপ্রিয় শ্রোতাদের কাছে।
আর সেই গানটিই এবার গাইলেন জন সিনা।
‘ভোলি সি সুরত’ গানটি গেয়ে জন সিনা বললেন, ‘আপনি জানেন না কখন কোথায় কী শিখে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন! আমরা এখন জিমে। নিজেকে সমৃদ্ধ করার বহু রাস্তাই তো আছে। কিন্তু আমি এখন এই গানটি গাওয়ার যথাসাধ্য চেষ্টা করব।
’এটা বলেই ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার ‘ভোলি সি সুরত’ গানটি গাইতে শুরু করেন জন সিনা। কোথাও না আটকে একবারে গানটি গেয়ে ফেললেন! সেই ভিডিও তুলেছেন তাঁর জিম প্রশিক্ষক যা ব্যাপক ভাইরাল হয়ে গেছে।
এদিকে জন সিনার মুখে নিজের জনপ্রিয় সিনেমার গানটি শুনে বেশ খুশি শাহরুখ খানও। জন সিনার উদ্দেশ্যে শাহরুখ বলেন, ‘আপনাদের দুজনকেই ধন্যবাদ। দারুণ লাগল শুনে জন সিনা।
তবে এবার আমি আপনাকে আমার নতুন সিনেমার গান পাঠাব। আর সেটায় আপনাদের দুজনকে ডুয়েট করতে হবে।’
রেসলিং থেকে হলিউডে পাড়ি জমানো ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন এখন হলিউডের শীর্ষস্থানীয় অভিনেতা।
সর্বোচ্চ পারিশ্রমিকসহ হলিউডের শীর্ষ আয়ের সিনেমাগুলো উপহার দিচ্ছেন তিনি। এদিকে জন সিনাও হলিউডে বেশ শক্তিশালী অবস্থান গড়ে তুলছেন। ২০২১ সালে তাকে দেখা গেছে ‘ফার্স্ট এন্ড ফিউরিয়াস’-এর নবম চলচ্চিত্র ‘এফ৯’-এ। এ ছাড়াও ‘দ্য ওয়াল’, ‘১২ রাউন্ড’, ‘দ্য মেরিন’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন এই সাবেক রেসলার।
পিএনএস/এমএইউ
জন সিনার কণ্ঠে নিজের সিনেমার গান, যা বললেন শাহরুখ
26-02-2024 02:37PM
